ভাবতে ভাবতে একদিন ঘটে ।
তাই বলি মন, এই নিবেদন, ভাব বসি অকপটে ।
বয়ে যাকনা যুগ যুগান্ত, হয়ে যাকনা প্রাণ অন্ত
তথাপি হইয়োনা ক্ষান্ত, ভাবের ডুরী ধর এটে ।
থাকলে পরে ভাবীর ভাবে, আজ না হয় একদিন হবে
ফুটলে আলো আঁধার যাবে, কর্ম ডুরী সকল কেটে ।
ভাবাভাবে ভাবলে পরে, কখন যেতে হয়না ফিরে
মনোমোহন কয় পায়ে ধরে, ভাবের ঘরে আছে বটে ।।