এসো মাগো হাস্যময়ী, হাস্য করো একবার ।
দূর হয়ে যাক রোগ শোক, জন্ম মৃত্যূ দুর্নিবার ।
তুমি মা হাসিবে যবে, মাতিয়া নূতন ভাবে
খেলিবে এক শুভ্র জ্যোতি, থাকবেনা অন্ধকার
কালবর্ণ পেয়ে জ্যোতি, ভেদ রবেনা দিবারাতি
যত দেব নরে প্রভেদ ছেড়ে করিবে বিহার ।
পূরিবে মনের আশা, সিদ্ধ হবে ভালবাসা
বিমান ক্ষিতি সহযোগে, প্রেমরাজ্য সুবিস্তারে ।।