মহর্ষি মনোমোহন দত্ত রচিত গান নং ৩৭৩

নাম বলবো না আমি কে
তাই বলতে হবে তোমাদের ।
উসুল বাকী ঠিক দিয়ে ভাই
পর পৃষ্ঠায় আনবি জের ।
ছিলেম কোথা, এলেম কোথা
আছি কোথা, যাবো কোথা
জানিনা তার একটি কথা
ভাঙ্গতে নাহি পারি ফের ।
ঘর বাড়ি নাই আছে বড়াই
পান্থশালায় দিন রাত কাটাই
আমার আমার করে বেড়াই
আমি কিন্তু নাই আমাদের ।
ভিটির উপর ছয় বলদে
শিং দিয়া সদাই খোদে
আট রশিতে রাখতে বেন্ধে
সামনে দিয়ে খইল খেড় ।
ভার্যা দুটি সবাই চেনে
ঝগড়া করে দুই সতীনে
সর্বদাই টেনে টুনে
করে দেয় বাড়ির বাহির ।
মহালের নাই খোজ খবর
কেবা আপন, কে হয় বা পর
আছে একখান রঙ্গের ঘর
আমার নয় ভূত বেটাদের ।
শুয়ে শুয়ে স্বপন দেখি
বিবিজান মারছে উকি
টাকা পয়সা আধুলি সিকি
সুদ বাকী হয়েছে ঢের ।
নিঃশ্বাসে বিশ্বাস নাই
সর্বদাই দেখতে পাই
সে দিকে না ফিরে চাই
বিবাহ চাই নাতিনের ।
হেয়ালি প্রবন্ধে কই
বল দেখি আমি কে হই
মনো কয় হবে ঠিকই
মানুষ তুমি কলি কালের ।।