মহর্ষি মনোমোহন দত্ত রচিত গান নং ৩৯৪

হরি মঙ্গলময় নাম তোমার
হরো পাপ তাপ দুঃখ দুর্গতি অনিবার ।
বিষয় বিষ কলুষে, হয়ে আছি হারা দিশে
না হেরি জলন্ত জ্যোতি, তব মহিমার ।
কি জানি কি হবে গতি, হে নাথ বিশ্ব বিভূতি
অসীম ভব জলধি, কেমনে হইবো পার ।
অপার করুণা তব, হবে কি কভু সম্ভব
এ পাপীর পরিত্রাণ, দয়াময় অবতার ।।