ভূত ভাবে আবরিত কত বা রাখিবে আর
ভূতপতি ভূতনাথ করো হে ভূত উদ্ধার ।
প্রকৃতি আঁচল দিয়া, রেখেছে মুখ ঢাকিয়া
পারিনা তার লাগিয়া, লভিতে সাধন সার ।
যা কিছু উঠে তরঙ্গ, তোমারই ভ্রুকুটি রঙ্গ
দয়া করি এ প্রসঙ্গ, ভঙ্গ করো এইবার ।
স্বগুণে বিম্ব উতালা, নির্গুণে বিশ্ব উজলা
ভূতে ভূতে নিত্য লীলা, সম্মুখে গ্রাসে আঁধার ।
সংযোগ কর সাধনে, আত্মতত্ব ফুটাও প্রাণে
সেবকত্ব শ্রীচরণে, দয়াতে দেহ এবার ।।