কে তুমি কৌতুকময়ী মৃদূ মধুর হেসে ।
তাল তরঙ্গে নেচে বেড়াও, সুরতরঙ্গে ভেসে ।
কে তুমি সতত রঙ্গে, অবসাদ নাই তব অঙ্গে
ব্রহ্মাণ্ড কাঁপে ভ্রুভঙ্গে, তরঙ্গ ছুটে নিশ্বাসে ।
প্রভাতে আর সন্ধ্যাকালে, শঙ্খঘন্টা করতালে
কে তুমি থেকে আড়ালে, নেচে বেড়াও হেসে হেসে ।
শিশুর অধর প্রান্তে, কে তুমি বসে একান্তে
হেসে হেসে ওঠো কেন্দে, খেলিয়ে লীলা রহস্যে ।
কে তুমি বিহঙ্গস্বরে, কি জানি কও ধীরে ধীরে
কে তুমি নব পল্লবে, ফুল্ল ফুলে আছো বসে ।
উত্তাল তরঙ্গ সঙ্গে, কে তুমি খেলিছো রঙ্গে
গম্ভীর জীমূত নাদে, প্রবল ঝড় বাতাসে ।
কে তুমি তোমার তরে, থেকে থেকে আঁখি ঝরে
পুলকে প্রাণ শিহরে, করো দয়া দীন দাসে ।।