যোগমায়া যোগবিদ্যা যোগাদ্য যোগে যোগিনী । যোগ জানা ও যোগেশ্বরী, জগৎ জননী । যোগেতে কর সংযোগ, যোগে থাকি যুগ যুগ দেখে তব প্রেমমুখ, সিদ্ধিবিদ্যা বিধায়িনী প্রণব রুপিনী শিবে, যোগিনী যোগ সম্ভবে ত্রাণ কর এই ভবে, ত্বংহি তারা তারিণী ।।