মহর্ষি মনোমোহন দত্ত রচিত গান নং ১১৬

ওগো বিদেশিনী বালা
আর ভালো লাগেনা আমার, ওরকম সব ছায়া খেলা ।
ওগো বাজীকরের মেয়ে, অমনি করে ধোকা দিয়ে,
আমায় ভেল্কি দেখাইয়ে, কাটিয়ে দিবি সারাবেলা ।
সাধন দিয়ে মনের মত, করো চির পদানত,
চাহে সেবক সদাব্রত, সতত আনন্দ মেলা ।।