মন মাঝে যেন কার ডাক শোনা যায় ।
কে যেন আমারে অতি সাধ করে
হাত দু খানা ধরে, কাছে টেনে নিতে চায় ।
ইঙ্গিতে সংকেতে পলকে পলকে
কোথা যেতে নারি পাছে থেকে ডাকে
শুনে সেই তান চমকে ওঠে প্রাণ, বলে কথা মান, ফিরে আয় আয় ।
অবহেলা করি দৌড়াইয়া যাই
চৌদিকে নেহারি কিছু নাহি পাই
ফিরে এসে কাছে দেখি হৃদি মাঝে, দাড়াইয়া আছে আমার অপেক্ষায় ।
হেন প্রাণ বন্ধু হৃদয়ের স্বামী
কাছে রেখে আমি দূরে দূরে ভ্রমি
করি কত দোষ, নাহি করে রোষ, সুজন পুরুষ মাখা মমতায় ।
আমি হলে তারই, সে হতো আমারই
নিলে তারি মর্ম, কাটতো কর্মডুরি
কেন কি কারণ নিলেনা তার মন, বৃথা মনোমোহন নামটি ধরায় ।।