মহর্ষি মনোমোহন দত্ত রচিত গান নং ৩৪১

সন্তোষ, তোমায় আমি ভালোবাসবো কাছে রেখে ।
আর তাদেরে তাড়িয়ে দেবো, গালি দিয়ে আজ থেকে ।
পিয়াসে পিয়াসে হায়, ছাতি মোর ফেটে যায়
তারা যবে নাচে গায়, আমার কাছে যেতে ডাকে ।
ধীরে ধীরে যায়, আশ্লেষে কণ্ঠ শুকায়
প্রাণহারা দৃষ্টি তাদের, মিষ্টি কথায় সকল ঢাকে ।
তাইতো অতি করে রোষ
তাড়াইয়ে দিবো দোষ
তোমায় আমি প্রাণ সন্তোষ, প্রাণেতে রাখিবো মেখে ।।