মহর্ষি মনোমোহন দত্ত রচিত গান নং ১৬০

ওহে আমার দয়াল হরি
আমায় এমনি করে জড়ায়ে ধর, আর যে কভু ছুটিতে নারি ।
এদিক ওদিক সেদিক করে, আর ঘুরতে দিওনা মোরে
সূত্র আছে তোমার করে, গুটিয়ে ধর কৃপা করি ।
মায়াকান্না পাক বাতাসে, জ্ঞানমোণ্ডা পড়ছে খসে
কি করি তাই ভাবছি বসে, বিনে তোমার কৃপাতরী ।
এ তরঙ্গে দিতে পারি, সতত আশঙ্কা করি
দিক ঠিকানা হয়না তারি, সবদিকে ঘুরিয়ে ফিরি ।
সবদিক একদিক করে, তোমার দিকে টানো জোরে
আর যে কখন ঘুরে ফিরে, যাতনাতে নাহি মরি ।।