মহর্ষি মনোমোহন দত্ত রচিত গান নং ৪২৪

আসমান বইয়া কথা কয়, জমিন বইয়া শোনে
পানিত বইয়া ইনসাফ লয়, বাতাস বইয়া গোণে ।
খোদার পইদিশ করি, খোদা না দেয় ধরা
বানাইয়া আতসের ডিঙ্গি, শূণ্যে করে উড়া ।
বুঝিয়া সমুঝ কর, পাইবে ঠিকানা ।
কালেবে আলেফ বন্দী কেনরে বেফানা ।।