তুমি আলোকে পূর্ণ রবি, বিশ্ব আঁধারে ছায়াছবি । ছদ্মবেশী প্রতিবিম্ব, জগতে জীব সবি । সে কারণ কিরণেতে, জীবন্ত জীব জগতে, অভেদ খেলিছে নিত্য, বর্তমান ভূত ভাবী । কিছু নয় এ বিভূতি, বিচিত্র বিদ্যুৎ দ্যুতি, দেখিলো বিভোর প্রাণে, হরষে নিরস কবি ।।