জুড়াতে প্রাণের জ্বালা, ডাকি তোরে মহাপ্রাণ ।
প্রাণের ব্যাথা প্রাণে থাকি, শোনোনা কি তুমি প্রাণ ।
শুনিয়ে প্রাণেরই গান, আয়রে ধরা দেরে প্রাণ,
প্রাণে প্রাণে কোলাকুলি, করে জুড়াই আমার প্রাণ ।
প্রাণের কথা প্রাণে প্রাণে, বুঝে কি সে আর প্রাণে বিনে,
তাই সে আমি প্রাণের সনে, মিশাতে চাই আমার প্রাণ ।।