ওরে মন বুলবুল পাখি । এ বোল সে বোল না বলিয়ে, দয়াময় নাম বল দেখি । সদানন্দে আত্মারাম, বল কালী কৃষ্ণ নাম, জ্ঞানে প্রেমে মত্ত হয়ে, তত্ব ফলে চোখ রাখি ।।