মহর্ষি মনোমোহন দত্ত রচিত গান নং ২২৮

তোমারই লাগিয়ে শুধু, তোমায় ডাকি প্রাণপুতুল ।
তুমি আমি নাম আর নামী, এক বৃন্তে দুটি ফল ।
ধরতে তোমায় দিতে ধরা, হয়ে আছি পাগল পারা
ভেবে সারা আপন হারা, তরঙ্গে তরঙ্গে দুকূল ।
আমার প্রাণ তোমারে টানে, তোমার টান আমারই প্রাণে
প্রাণে প্রাণে টানে টানে, হাসি কান্না খেলায় দোল ।।