শুধু তোমারই কথা, শুধু তোমারই গাঁথা কহিবো গাহিবো যতদিন দেহে রহে প্রাণ । তোমারি লাগি, হইয়ে উদাসী আড়ালে থাকি যে পাতিয়া কান । মোহন বাঁশরী, আপনা পাশরি কি রবে নীরবে ধরিছে তান । তাই শুনিবো জীবন ভরিয়া তাহারি লাগি সপেছি পরাণ ।।