মহর্ষি মনোমোহন দত্ত রচিত গান নং ৩৩০

আজ কেন রে এমন লাগে, বুক খালি বুক খালি ।
কি ছিলো কি নাই হরেছে, কি ছিলো তাই কেমনে বলি ।
দেখিয়ে কার চন্দ্রমুখ, ভরা ভরা ছিলো বুক ।
ছিলো আশা ভালোবাসা, হাসাহাসি কোলাকুলি ।
নয়ন ছিলো রুপের পানে, মন ছিলো নয়নের সনে
দুজনে দুজনে মিলে গলাগলি ঢলাঢলি ।
কান ছিলো তার মিষ্ট বাক্য, প্রাণ ছিলো তার প্রাণের পক্ষে
পূর্ণিমার চাঁদ ছিলো বক্ষে জ্যোসনা পড়িত ঢলি
ঘুমের ঘোরে একলা ঘরে পালিয়ে গেছে ফেলে মোরে
কে ধরিয়ে দিবে তারে, তারি লাগি অশ্রু ঢালি ।
কোন সোহাগী রাখছে ধরে, ছেড়ে দিক সে আমার তরে
নইলে তারে মেরে ধরে, ফাঁসি কাষ্ঠে রবো ঝুলি ।
মনোমোহন কয় রে ভ্রান্ত মন, ঘরে আছে পরম রতন
যত্ন কল্লে পাবে সে ধন, অযতনে সব খোয়ালি ।।