মহর্ষি মনোমোহন দত্ত রচিত গান নং ১৩৫

বাঁশি বাজিলে কি হবে
আমি তো শুনিনা বাঁশি, যে শুনে সে যাবে ।
যে থাকে বাঁশির তাকে, বাঁশি শুধু তারে ডাকে
জানতে দেয়না আর কাকে, বাজে বাঁশী ভাবে ভাবে ।
যে জানে প্রেমের হরি, সে তো কালার বাঁশি ধরি
প্রাণ রাধার মন করে চুরি, হরে কৃষ্ণ হরে রবে ।
ভাব কৃষ্ণ প্রাণ রাধা, কৃষ্ণ ভাবে ভাব রাধা
রাধা কৃষ্ণ কৃষ্ণ রাধা, ভাব কৃষ্ণ রাধা ভাবে ।
ভাবগ্রাহী জনার্দন, জানো নাকি মনোমোহন
ভাবে কর আকর্ষণ, মন দিলে মন ঠিকই পাবে ।।