মহর্ষি মনোমোহন দত্ত রচিত গান নং ১২৮

মায়ের গলে নয়তো মুণ্ডমালা
জগতবাসী ছেলে মেয়ে, জড়িয়ে ধরছে মায়ের গলা ।
কেউ কোলে কেউ বক্ষোপরে, কেউ রয়েছে আচল ধরে,
কেউবা আবার নেমে পড়ছে, দেখি এসব ভোজের খেলা ।
কেহ কেহ খেলছে বসে, খেইল ছেড়ে কেউ কান্দছে শেষে,
কেউবা হয়ে হারা দিশে, ঘুমিয়ে পড়ছে খেলার বেলা ।
মায়ের রুপে ভুবন ভরা, মায়ের রুপে ভুবন গড়া,
কোলে রাখছে দেয়না ধরা, অমনি মায়ের গুপ্তলীলা ।
ঢেলা ভাঙ্গিতে মারছে ঢেলা, ভাব নিয়ে ভাব করছে খেলা,
মনোমোহন কয় ভাবতে ভাবতে পাগল গুরু পাগল চেলা ।।