মহর্ষি মনোমোহন দত্ত রচিত গান নং ৩৯

চিৎকারে জগৎবাসী, বিকারেতে নাহি সুখ ।
কি আশ্চর্য লীলা কিন্তু কেহ নহে পরান্মুখ ।।
বিকারে হাহাকারে টানিছে শুধু তাহারে
বহিছে সহস্রধারে প্রেমেরই পূর্ণ আলোক ।
অপূর্ণ লীলা চাতুরী খেলিছে রস উদগারি
অভাবে আছে মাধুরী, ভাবে বিকশিত মুখ ।
বিকারে তুচ্ছ করিয়া যাইতে চায় সরিয়া
কিন্তু রাখে যে ধরিয়া, তাহারে ভাবেনা লোক ।
ইন্দ্রিয় সেবাতে সিদ্ধি, অতীন্দ্রিয় ভাবে বৃদ্ধি
খাটিবে না কোনো বুদ্ধি, ফন্দিতে না সারে রোগ ।
আপনি নিজ কৌশলে বন্দি আছে মানব কলে
সাধনসিদ্ধি কর্মচ্ছলে বুঝিয়ে কর সংযোগ ।।