মহর্ষি মনোমোহন দত্ত রচিত গান নং ৩০০

ত্বং নমামি সিদ্ধি বিঘা আরাধ্যা ভুবনেশ্বরী ।
বরাভয় যুগ ম কর রত্ন সিংহাসনোপরি
প্রকৃতি আকৃতি তব, অযোনি প্রেম সম্ভব
কি আছে চরণে দিবো, ত্রিভুবনে না হেরি ।
যখনে যা দিতে মনে, মনে করি সঙ্গোপনে
তখনই কে বলে কানে, সেও রুপ তোমারই ।
সাধ হয়েছে অন্তরেতে, ভবনদী পাড় হইতে
তুমি নাকি সে নদীতে খেয়াঘাটে দাও পাড়ি ।
তা জেনে আকুল চিতে, সব ভুলে এ প্রভাতে
নীরবে মুগ্ধ হয়ে এ আরাধনা করি ।।