শোন লো সজনী, ঐ যে বাজে বাঁশি
কেমন কেমন করে প্রাণ হয়ে উদাসী ।
বাঁশিতে কি এতই মধু, পাগল কইলো কূলবধূ
ঘৃণা লজ্জা ভয় মান, গিয়াছে ভাসি ।
যে শুনেছে বংশী ধ্বনি, হারাইয়া গেছে প্রাণই
আপনা প্রাণ পরকে দিয়ে, গলে দিছে ফাঁসি ।
মনোচোর সে বংশী ধরে, মনোমোহন ধরতে নারে
আপ্তাবদ্দীর বাঁশির স্বরে মন করে খুশী ।।