মহর্ষি মনোমোহন দত্ত রচিত গান নং ২০১

মরি মরি কি আনন্দ, অপরুপ হৃদি মাঝে ।
মানুষ ঘটে মানস পটে, ঘটায়ে রাজরাজে ।
কি ভাগ্য মানুষে ধরে, মানসে ধরিয়া তারে
খেলে নিত্য লীলা করে মানুষে সে বিরাজে ।
কেলি কুতূহলে চিত, গাইছে অমর গীত
কেবা যাবে পরতীত, মোহিত জীবসমাজে ।
লোকলীলা বাহ্যভাবে, না পেয়ে সুদূরে ভাবে
স্বভাবে বসিয়ে ভাবে, ভাবুক মজায়ে মজে ।।