মা মা বলে ডাকিতেছি, মা জানি কেমন ।
মহা ভয়ঙ্করী রুপে, হতে পারেনা কখন ।
যে কেহ বলোনা যত, মা হবে মায়েরই মতো,
দয়া মমতা গঠিত, স্নেহ বিরাজিত বদন ।
মা শব্দে হৃদয় ছাঁচে, যে রুপ অঙ্কিত আছে,
তা বিনে আমার কাছে, লাগেনা মায়ের মতন ।
প্রসবিছে যেই রুপে, ভেবে দেখ হৃদিকূপে,
একরুপে রয়েছে ডুবে, অনন্ত বিশ্ব ভুবন ।
এরুপ সেরুপ ছায়া, সকলই তাহারই কায়া,
সামিপ্য সাধনে মায়া, তুচ্ছ কর মনোমোহন ।।