তুমি তোমার আমি আমার, এই কথাতে জগত চলে
তুমি আমার আমি তোমার, এই কথা পাগলে বলে ।
বুঝবি কি পাগলের বলি, আমি কয়ে সব হারালি
ঠকাইলি না ঠকে গেলি, জ্ঞানের বাতি দেখনা জ্বেলে ।
ছিলি বা কই, এলি বা কই, আছিস বা কই, ভাবছিস তা কই
আমি আমার কোন বুঝে হই, দেখলি তা কই বুদ্ধিবলে ।
ঐ এক বেটা কানে কানে, কয়ে গেছে বোঝ সন্ধানে
খুজলে পরে বুঝবি মনে, আগে পাছে মিল করিলে ।
ছেড়ে আসল ঘড়ির কাটা, ভাবলি কেবল নয়টা দশটা
বাজনা বাজে হৃদয় মাঝে, শব্দ ফোটে কোন কলে ।
কে বাজায় কোথায় বসে, আর যাবি তার উদ্দেশ্যে
মনো কয় চল মন দেশে, বিদেশে বিপাকে মলে ।।