গুরু পদ তরী সাজাইয়া
চল ভাসায়ে দেই প্রীতি সমীরে ।
চিন্তা তরঙ্গে
নাচিয়া নাচিয়া যাইবে ছুটিয়া কূলের ধারে ।
আগু পাছু হয়ে কাজ কিছু নাই
যাবে যদি পারে ত্বরা করো ভাই
দৌড়াদৌড়ি করে,
তরী বস চড়ে, ভয় কিছু নাই আনন্দ অন্তরে ।
কর্ণধার হরি আপনি সাজিয়া
পার করে নিছে ডাকিয়া ডাকিয়া
কেনরে বসিয়া
চলরে ছুটিয়া, ধর যেয়ে তরী আকুল অন্তরে ।
পাড়ি বহুদূর যেতে ভবপাড়ে
মেলা কর সবে সত্বরে সত্বরে
নইলে পড়ে ফেরে
ঘুরতে হবে তোর, কি কাজ ঘুরিয়া চল ত্বরা করে ।।