মহর্ষি মনোমোহন দত্ত রচিত গান নং ৪২৩

চুপ করে মন ডুব দিয়ে থাক, ব্রহ্মনন্দ রুপ সাগরে ।
দেখবি যদি পরম রুপে, অপরুপ স্বরুপ এক করে ।
নীরবে নির্জন স্থানে, বস ব্রহ্মরুপ ধ্যানে
ধীরে ধীরে প্রাণের টানে, দীপশিখা ফট করে
জ্বলবে আলো চমৎকার, অপরুপ রুপ তাহার
দেখলে যাবে অন্ধকার, দেখ দেখ প্রাণ ভরে ।।