প্রাণের খেলা বড়ই মধুর, খেলবি যদি আয় ।
প্রাণ দিয়ে প্রাণ নিতে হলে, প্রাণেরই মেলায় ।
প্রাণেতে মিশাতে প্রাণ, প্রাণে ডাকে আয়রে ও প্রাণ ।
করি প্রাণে প্রাণে প্রাণেরই গান, প্রাণে প্রাণ ডুবে যায় ।
যদি পরে প্রাণেরই টান, রইতে কি আর পারে রে প্রাণ
প্রাণে প্রাণে ঢেউ লাগিয়ে, প্রাণের হাসি ফুটে তায় ।।