আট রশীতে বেঁধে রেখে, ডাকছে বলে আয়রে আয় ।
লাফ দিয়া চাই কোলে যেতে, হেচকা টানে প্রাণ তো যায় ।
মায়ামন্ত্র ঘোর কুহকে, ঘুরাইতেছে ঘোর বিপাকে
গ্রহ তারা লাখে লাখে, মিটি মিটি চোখে চায় ।
এমনি তোমার হাতের কৌশল, এক রশীতে বাঁধা সকল
কখন বা কল, কখন বিকল, সবই তোমার পানে ধায় ।।