মহর্ষি মনোমোহন দত্ত রচিত গান নং ১৭২

কঠোর মধুর সদয় নিদয়, তোমারি লীলা কৌশল ।
কে জানে নিগূঢ় মর্ম, তুমিময় এই ভূমণ্ডল ।
কাম ক্রোধ মোহ লোভ, সকলই তোমারই ভাব
ভাবে ভাবে দিছে ভাব, স্বভাব সত্য কমল ।
লীলাতে হেরিয়ে রঙ্গ, সকলই তব ভ্রুভঙ্গ
জগন্ময়ী তোমার অঙ্গ, কেবলং সত্বা কেবল ।
ত্রিগুণে ধরিয়া ছায়া, খেলিতেছে যত মায়া
অরুপে নাই রুপের কায়া, দয়াময় নাম সম্বল ।
শক্তিচৈত্য পিতামাতা, দিতেছো স্বভাবের বার্তা ।
নিয়ম রাজ্যে দিছে বাধা, বিলাসে হৃদি চঞ্চল ।
বিলাস বৈরাগ্য মাঝে, সমভাবে সে বিরাজে
লাজ ভাঙ্গিয়ে মরি লাজে, লীলাতে নিত্য বিভোলা ।।