মহর্ষি মনোমোহন দত্ত রচিত গান নং ৪২২

অভাব স্বভাব তুমি, তুমি পূরণ অপূরণ ।
তুমি ধর্ম তুমি মর্ম, তুমি হে কর্ম কারণ ।
চন্দ্র সূর্য গ্রহ তারা, যখন ছিলোনা তারা
আঁধার ছিলো অতি, ভরিয়া বিশ্বভুবন ।
একমাত্র ছিলে তুমি, তোমাতেই ছিলো আমি
না ছিলো আর আমি তুমি, বায়ূ জল তেজ ভূমি
তোমাতেই প্রভু তুমি করলে সৃষ্টি আয়োজন ।
বহুরুপে ধরি কায়া, বিস্তারিলে নিজ মায়া
নর নারী পশু পাখি, বৃক্ষলতা অগণন ।
ভূতে ভূতে পেতে খেলা, হলে তুমি নিত্যলীলা
যেই মাটির সেই মাটির ঢেলা, লুপ্ত বিকাশ জন্ম মরণ ।
ত্রিগুণে নির্গুণে তুমি, স্বগুণেতে আমি আমি
তোমার কর্ম করো তুমি, আমার কেবল কথার কথন ।
ছিলে তুমি আছো তুমি, আমি নই সে তুমি তুমি
ব্রহ্মও তোমারই কোলে, তাই বলতেছি আমি বলে
আমি তুমি কথায় কেবল, নইলে তুমি একজন ।
তুমি ভক্তি তুমি মুক্তি, তুমি বল, তুমি শক্তি
তুমি প্রমাণ, তুমি যুক্তি, তুমি উক্তি তুমি বচন ।
তুমি বেদ তুমি বিধি, তুমি জ্ঞান তুমি প্রীতি
তুমি যাগ তুমি যজ্ঞ, সন্ধ্যা পূজা করণ কারণ ।
তুমি তন্ত্র তুমি মন্ত্র, তুমি যন্ত্রী তুমি যন্ত্র
ভেদাভেদ সকল তুমি, তুমি দৃষ্টি তুমি দর্শন ।
তুমি শিশু তুমি বৃদ্ধ, তুমি সাধন তুমি সিদ্ধ
তুমি সন্ধি তুমি যুদ্ধ, তুমি ভজন তুমি পূজন ।
তুমি আলো তুমি ছায়া, তুমি মায়া তুমি কায়া
সদয় নিদয় তুমি দয়া, যাচে দয়া মনোমোহন ।।