মহর্ষি মনোমোহন দত্ত রচিত গান নং ২৬

আমি কেমন করে বাধ্য করি মনমত্ত করীরে ।
ভাবের ঘরে আনতে তারে, অভাবে সংগ্রাম করে ।।
যোগমায়া শরজালে, বন্দি করে নানা ছলে
আপনি আপন খেলে, কুতূহলে ফন্দী করে ।
ধরতে গেলে না দেয় ধরা, কখন হাতী কখন ঘোড়া
কখন শূণ্যে করে উড়া, উন্মত্ত আঁধার ঘরে ।
কখন আগুন কখন পানি, কামে মত্ত দিন রজনী
কলুর বলদ টানে ঘানি, চক্ষে ঠুলি চক্রে ঘুরে ।
ভূতে ভূতে পেতে খেলা, ভেঙ্গে দিলো সাধের মেলা
মনোমোহনের কাধে ঝুলা, আর জানি কি আছে পরে ।।