মহর্ষি মনোমোহন দত্ত রচিত গান নং ৪১

নিশ্চয় জেনেছি আমি শ্রীপদে না পাবো স্থান ।
পাদপদ্ম যোগ্য হইলে মন হইত পুষ্প সমান ।।
ধন রত্ন হয়ে তুচ্ছ, শির শোভা ময়ূর পুচ্ছ
পূজার যোগ্য পুষ্প গুচ্ছ, সুগন্ধ কোমল প্রাণ ।
চন্দন তুলসীপত্র, হলো তোমার দয়ার পাত্র
স্বগুণে সতীত্বগুণে, করিলে কৃপা বিধান ।
দীন দাস মূঢ়মতি, না হলো পুষ্প প্রকৃতি
ঘর্ষণেতে ক্রোধ অতি, অসতী অতি অজ্ঞান ।
হাস্য পরিহাসে রত, স্বার্থসিদ্ধি সদা ব্রত
মন হইলোনা মনের মত, বাহিরেতে ধর্মভান ।
ভেবে ভেবে মনোমোহন, করিয়াছে এই নিরুপণ ।
হরি অন্তর্যামী না হইলে, কোনো মতে পেতেম ত্রাণ ।।