মহর্ষি মনোমোহন দত্ত রচিত গান নং ১৭১

দয়াময়, কে জানে তব কৌশলে ।
আদর অনাদর করো, কারে কোন ছলে ।
আদরে প্রেম সম্ভোগ, অনাদরে বিষযোগ
বিষামৃত যোগে তুমি, খেলা করো কুতূহলে ।
বিহিত তোমার বিধি, অবহিত নয় অবিধি
ভাল মন্দ সবই বিধি, নিরবধি হৃদিমূলে ।
কর্মাকর্ম ধর্মাধর্ম, তুমি সকলেরই মর্ম
জ্ঞানদাতা পরব্রহ্ম, জন্ম দুঃখ অবহেলে ।
দয়াতে করো বিনাশ, না হয় যেন বৃদ্ধি হ্রাস
কেটে দিয়ে অষ্ট পাশ, সন্তানেরে করো কোলে ।
তুমি যে তোমাতে গড়া, ডুবাইয়ে দুই নয়ন তারা
দেখুক আঁখি জন্ম ভরা, জরা মৃত্যু পায় ঠেলে ।
তোমারি করুণাগুণে, সকলই সম্ভব প্রাণে
দীনহীন মনোমোহন, স্থান দাও চরণতলে ।।