মহর্ষি মনোমোহন দত্ত রচিত গান নং ১৯৯

যে যারে নিয়ত ভাবে, সে তার স্বভাব পায় ।
প্রেমিকের এমনি ধারা, চোখ দেখলে তা চেনা যায় ।
যে জন সহজে মজে, প্রাণপণে প্রেম ভজে
সে যে প্রতিবিম্ব হয়, নির্মল রুপের ছটায় ।
হইলে প্রেম লোলুপ, শরীরে ধরে সে রুপ
দুই অঙ্গ এক অঙ্গ হয়ে, ভুবনে রঙ্গ খেলায় ।।