মহর্ষি মনোমোহন দত্ত রচিত গান নং ২৭৮

গায়েবী আওয়াজে কয় শুনরে মুসলমান ।
আখেরে দুনিয়া ফানা, রাখ রে ঈমান ।
চুরি করা মিছা কওয়া, বেশরা বেপর্দা হওয়া
পরহেজ সবুরে মেওয়া, কোরাণে ফরমান ।
জরু লাড়কা দুনিয়ার সমঝে দেখ ফক্কীকার
মওত আজাবে তার, হইবে ইনসান ।
দিলের গড়রী ছাড়, হাদিসের কথা ধর
কেয়ামত ইয়াদ কর, হাসরের ময়দান ।
হরদমে আল্লার নাম, ফুকার দুনিয়ার কাম
ভুকে অন্ন পিয়াসে পানি, এতিমেরে দিও দান ।
ভাবিয়ে মনোমোহন কয়, আল করিম দয়াময়
জাতে ভাতে জোদা নয়, জমিন আসমান ।
একই হরফে জোড়া, ভাবে যারা বুঝে তারা
আপ্তাবদ্দি দিশেহারা, বড় পেরেশান ।।