মহর্ষি মনোমোহন দত্ত রচিত গান নং ৯৫

অখণ্ড ব্রহ্মাণ্ড জোড়া, পরমাত্মা যদি হয়
খণ্ড ভেবে কিসে লবে, বল তারি পরিচয় ।
সাকারে কি নিরাকারে, অখণ্ড ভাবে বিচরে,
খণ্ড করে কভু তারে, ভাবনা উচিত নয় ।
হয়ে খণ্ড ভেবে খণ্ড, হতেছো খণ্ড বিখণ্ড,
হাতে নিয়ে ব্রহ্মদণ্ড, দেখরে ব্রহ্মাণ্ডময় ।
খণ্ডে খণ্ডে সে অখণ্ড, লীলাতে বিশ্ব ব্রহ্মাণ্ড,
লীলার খণ্ড হলে পণ্ড, অখণ্ড কেবল রয় ।
যত খণ্ড সব অখণ্ড, এমনি তার কৌশল কাণ্ড,
মনোমোহন কয় ব্রহ্ম অণ্ড, এক ভিন্ন দ্বিতীয় নয় ।।