মহর্ষি মনোমোহন দত্ত রচিত গান নং ৩২৩

যদি ভালো নাহি বাসো, কাছে নাহি আসো
আড়ে আড়ে থেকে বাজাও বাঁশরী ।
বলে দাও তবে, থাকিবো না ভবে
এখনই সকল যাতনা পাশরি ।
পাশিগে অনলে, ঝাপ দেই জলে
তুমি সুখে থাকো মুকুন্দ মুরারি ।।