মহর্ষি মনোমোহন দত্ত রচিত গান নং ৪২৯

আমি বিদেশীর বেশে
এসে কি ভেসে যাবো তোদের দেশে
ভালো নয় দেশের ধারা আপন পর ভাবে তারা
দেখে যদি পথহারা, গাল ভরা হাসে ।
প্রেয়সীর প্রেমে বাঁধা, পৃষ্ঠে বোঝা যেমন গাঁধা
ভূতের বেগার খাটে সদা, মরি আফসোসে ।
গরু বাছুর থাল ঘটি, জমি জমা বসতবাটি
করে তারা পরিপাটী, মাটি হয় শেষে ।
দেখিয়ে দেশের ধরণ, ভেবে কয় মনোমোহন
বিদেশী যেন কখন হেথা না আসে ।।