ভাবুক বোঝে ভাবের মরম, অন্য লোকে বোঝে কি
কুহুস্বরে বিরহী প্রাণ, আপনি উঠে চমকি ।
লতা পাতায় যেসব রেখা, তাতে দেখে প্রণয় লেখা
ফুল্ল ফুলে নদীর জলে, ঢেউ খেলে তার প্রাণ পাখি ।
নীলাকাশে থরে থরে, মেঘ ছুটে যায় বায়ূভরে ।
সৌদামিনী তার ভিতরে, কেন এমন দেয় উকি ।
চাঁদের করে রবির করে, সন্ধ্যাকালে রাত দুপুরে
কি কয়ে যায় ঘুরে ফিরে, আবার কোথা দেয় লুকি ।
সারাটা দিন উড়ে উড়ে, কেন পাখি ঘুরে ফিরে
শিশুর চোখে ঘুমের ঝোকে, হাসি কান্না কেন দেখি ।
প্রকৃতির এ নীতি বীণা, সুর তান লয় মূর্চ্ছনা
ভাবুক বিনে কেউ বুঝেনা, কি কয়ে যায় তার আঁখি ।
আকাশে পাতিয়া কান, শুনে মনো তারই গান ।
হারিয়েছে মন প্রাণ, দেহ মাত্র আছে বাকী ।।