যেয়ে গো চারণে, ধেনু দিয়া বনে
প্রেমানন্দ মনে যত রাখালে ।
লতা পত্র যত, পুষ্পভারে নত
নব বধুর মত হাসে আড়ালে ।
লীলারসে মন করিয়ে মগন
নাচে বা কখন দু বাহু তুলে ।
যমুনার জল করে ছল ছল
সুন্দর শ্যামল হরি, হরি কূলে ।
প্রফুল্ল কমল, হেসে ঢল ঢল
লুটে পরিমল মধুপ দলে ।
কেহ নামে জলে, কেহ উপকূলে
কেহ বৃক্ষমূলে বনমালা গলে ।
কেহ ভাঙ্গে ডাল, কেউ মারে ফাল
কেহ দেয় গাল কালো কোকিলে ।
কেহ কাছে আসি, টেনে ধরে বাঁশি
কেহ হাসি হাসি নাচে তালে তালে ।
যোগারাধ্য ধনে, সে রাখালগণে
নিয়ে গো চারণে অতি কুতূহলে ।
কেহ কাঁধে চড়ে, কেহ ধরে মারে
কেহ এসে তারে বেড়ে ধরে গলে ।
কেহ কহে ভাই, বিনে কথা নাই
বলিহারি যাই মনোমোহন বলে ।
হেন লীলারসে, মন নাহি মিশে
পাষাণ হতে সে সুকঠিন বলে ।।