আমি ঘুমিয়ে ছিলেম, কে আমাকে জাগালি ডেকে ।
সুখ স্বপন ভেঙ্গে দিলি, জ্বলে পুড়ে মলেম দুঃখে ।
ঘুমের ঘোরে সুস্বপনে, বসে ছিলাম সিংহাসনে
কে আমায় নামালি টেনে, তৃণ শয্যা দেখি জেগে ।
অষ্ট প্রহর দিবা রাতি, জাগ্রত স্বপ্ন সুযুপ্তি
কি আশ্চর্য গতাগতি, কত চিত্র দেখি চোখে ।
জেগে স্বার্থ চিন্তা করি, দালান কোঠা কতই গড়ি
জমি জমা বসতবাড়ি, নারী চুরি ঘর থেকে ।
ঘুমাইলে কিছু নাই, সর্বস্ব ভুলিয়া যাই
স্বপনে আবার দেখি, কেন্দে মরি পুত্র শোকে ।
হায়রে হায় মানুষ কূলে, ব্রহ্মাণ্ড খেলিয়ে চলে
আমি করি ভাবছি বলে, চিনতে নারি আপনাকে ।
কে খেলায় কেন বা খেলি, কে ভুলায় কেন বা ভুলি
মনোমোহন কয় তাই তো বলি, তারে চিনতে হয় আগে ।।