সকলই তোমার কার্য্য সদা যেন ভাবে মন । তোমা বিনে নাহি রাজ্য বিভূতি ভবন বন ।। তুমি হয়ে করো যাহা, আমি হয়ে করি তাহা সকলই প্রতিবিম্ব তুমি মাত্র একজন । কুকর্ম সুকর্ম যত, হতেছে আবশ্যক মতো লীলা খেলা প্রকটিত, সকলই তব সাধন ।।