আমার মন ভুলান ধন
আমার প্রাণ ভুলান ধন
উদাসী হয়েছি আমি তোমারই কারণ ।
দেওয়ানা হয়েছি আমি তোমারই কারণ ।
হৃদয়মাঝে উদয় হয়ে দাও আমারে দরশন ।
বাজায়ে কৃপা বাঁশরী, মন ধেনুকে বশ করি
এসো হরি বসো হরি, ভক্তের বাঞ্ছিত ধন ।
রাঙ্গা পায়ে নূপুর দিয়ে, রুনু ঝুনু বাজাইয়ে
বামে চূড়া হেলাইয়ে, খেলায়ে মদনমোহন ।
এ প্রাণ হউক ব্রজাঙ্গনা, অশ্রুজলে হউক যমুনা
এই দেহ হউক ব্রজের মাটি, তাতে করো গোচারণ ।
আশা পথ চেয়ে চেয়ে, রয়েছি পাগল হয়ে
আয়রে গোপাল আয়রে ধেয়ে, লইয়ে রাখালগণ ।
মনোচোরা শ্যামের বেশে, দাড়াও এসে হেসে হেসে
অনায়াসে ভক্তিপাশে, বেঁধে রাখি রাঙা চরণ ।
মনোমোহন আয় আয়, মনোমোহন তোরে চায়
হৃদয়ে হৃদয় দিয়া করিবারে আলিঙ্গন ।
প্রাণে প্রাণে মিশামিশি, করি দুজনে দুজন ।।