মহর্ষি মনোমোহন দত্ত রচিত গান নং ৩৩৪

ভাবান্তরে কেন ভাবাও ।
জাগিয়ে ঘুমিয়ে থাকো, ফিরে নাহি চাও ।
কেন্দে কেন্দে সারা, দিবে নাহি তুমি ধরা
সত্য যদি আসিবেনা, কেন বা কাঁন্দাও ।
কাঙ্গাল হয়ে এসে দ্বারে, নিরাশ হয়ে যাবো ফিরে
দয়াময় নাম কেমন করে রবে তা জানাও ।
এ দীনে সদয় হয়ে গোপীর ভাবে ভাব ধরায়ে
রাখো তোমার পায় জড়ায়ে দূরে না সরাও ।
হা হুতাশে দূরে থেকে, মরি সদায় তোমায় ডেকে
আমি বা কে তুমি বা কে, কেনরে ভুলাও ।
ভক্তহীন মনোমোহন, তাই তার এত হয় বিড়ম্বন
আর পারিনা হৃদয়ের ধন হৃদয়ে জাগাও ।।