মহর্ষি মনোমোহন দত্ত রচিত গান নং ৩৮৩

নারদ ঋষি মনে খুশী, বীণা বাজায় হরিনামে
দেব নরে নৃত্য করে, করে একতানে স্বর্গধামে ।
স্ত্রী পুরুষ সবে মিলি, উলুধ্বনি করতালি
গৌর নিতাই তারা দুভাই, নাচছে দাড়ায়ে বামে ।
কৃষ্ণ প্রেমে কুতূহলে, মুখে কালী কালী বলে
কালী কৃষ্ণ ব্রহ্মা বিষ্ণু, রাধারাণী সীতা বামে ।
রুপসী উর্বসী সুখি, বাজে বাদ্য ধিকি ধিকি
দৃমিকি দৃমিকি তাক, ধেকে তেটে যামে যামে ।।