প্রভু আমার এই মিনতি, দিনরাতি অভয় পদে ।
আমার সবখানা মন কুড়িয়ে এনে, তোমার কাছে দাও হে দিতে ।
যদি রাখি মন কোথা লুকাইয়ে
কেড়ে লও আমায় কান্দায়ে কান্দায়ে
তোমার যাতে ভালো, হউক আমার মন্দ, ভালোমন্দ আমি চাইনা জানিতে
আজন্ম ভরিয়া আমার ভালো করে
করতে নারলাম কিছু দেখলাম কত ঘুরে
এই আমি সর্বস্ব সকল একযোগে করে সপে দিনু তোমার পদে ।
দয়া করে নাথ দীনহীন কাঙ্গালে
টেনে লও তুমি আনন্দময় কোলে
মনোমোহন তোমার অজ্ঞান অবোধ ছেলে, তা বলে কখনও নিওনা কুপথে ।।