তোরা পারি দিতে তরী নিয়ে, ভাসগে যা অকূল পাথারে ।
আমি যাবো না সে অকূল জলে, ধীরে যাবো পারে পারে ।
অকূল নদী পারি দিতে, কি সাধ্য কার হয় জগতে
আপন বুঝে আপনা হতে, তাই আমি উঠেছি পারে ।
এ পার সে পার নাই কোনো পার, না আছে কূল নাইতো কিনার
মনোমোহন কয় ও মন আমার, হাইল ছাড়িয়ে বস ঘরে ।
খরস্রোতে আছে টান, তাতে ছেড়ে দাও প্রাণ
ধরা দিবে মহাপ্রাণ, রাখিও প্রাণ প্রাণের ধারে ।
প্রাণের সাগর প্রেমের খেলা, প্রেম নিয়ে প্রাণ হয় উতালা
কাজ কিরে তায় মাঝিমাল্লা, প্রাণ কয় প্রাণ হরে হরে ।।