মঙ্গলামঙ্গল তুমি, কাল কুলিক রজনী ।
শিবাশিব ভাবে শিবে, অশিব নাশ জননী ।
ভাল মন্দ তোমা হতে, জনম লভি জগতে,
নিয়ত ঘূর্ণী বায়ূতে, ঘুরিছে দিবা যামিনী ।
অনন্ত জগত জীব, ভুলিয়ে আপন শিব,
সতত অশান্তি ভরে, করিছে অস্ফূট ধ্বনি ।
ছোট বড় জীব যত, অস্থির আছে সতত,
মধ্যবিন্দু হারা হয়ে, কেন্দ্র ভ্রষ্ট যত প্রাণী ।
আমিও সে ঘূর্ণিপাকে, ভুলিয়াছি আপনাকে,
তাই ডাকি গো মা তোমাকে, দিওনা দুঃখ সর্বাণী ।।